ইত্তেফাক ডেস্ক
সৌদি আরবে গুপ্তচর বৃত্তির অভিযোগে ১৫ শিয়া মুসলিমকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। বিবিসি জানায়, অভিযুক্তরা ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি করেছিলেন। মঙ্গলবার আদালতে ৩০ জনকে দণ্ড দেওয়া হয়েছে। বাকি ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। চলতি বছরই বিভিন্ন সময়ে এদের গ্রেপ্তার করা হয়। গত ফেব্রুয়ারিতে তাদের বিচার শুরু হয়। এসব শিয়াদের বিরুদ্ধে গুপ্তচরচক্র গঠন এবং সামরিক এলাকা সম্পর্কে স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই বিচারকে ‘বড় ধরনের অন্যায়’ বলে মন্তব্য করেছে।