গাজীপুর জেলায় বেদখল হওয়া সব খাস জলাশয় পুনরুদ্ধার করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে জেলার খাস জলাশয়ের তালিকা করে বেদখল জলাশয়গুলো উদ্ধারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা আগামী এক মাসের মধ্যে আদালতকে অবহিত করতে বলা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন আমলে নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
“সরকারি পুকুর ভরাট করে দখলের হিড়িক” শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, জেলা প্রশাসকের তৈরি করা সর্বশেষ তালিকা অনুযায়ী দেখা গেছে, জেলায় মোট খাস পুকুরের সংখ্যা ৩৮৪টি। এর মধ্যে শহরে ও আশেপাশে ৪৬টি ভরাট করা হয়েছে। এই প্রতিবেদন আমলে নিয়ে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেয় বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।