চট্টগ্রামের সাতকানিয়ায় সাধু স্বপন দে (৬২) ও তার স্ত্রী চিনু দে’র (৪৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার পুরানগড় ইউনিয়নের ফকিরখীল এলাকার একটি মন্দির থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, ফকিরখীল এলাকার ওই মন্দিরে তাদের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এলাকাবাসীর ধারণা সাধু স্বপন দে ও তার স্ত্রী আত্মহত্যা করেছেন। দেনা পরিশোধ করতে না পেরে লজ্জায় তারা এ কাজ করে থাকতে পারেন বলে মন্তব্য করেন স্থানীয়রা।
এ ব্যাপারে পুরানগড় ইউনিয়নের চেয়ারম্যান আ ফ ম মাহাবুবুল হক সিকদার ইত্তেফাককে জানান, সাধু ও তার পত্নী বিষপানে আত্মহত্যা করেছেন বলে তিনি ধারণা করছেন।
সাতকানিয়া থানার এসআই সিরাজুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।