কাতালান প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন স্বাধীনতার ঘোষণা থেকে পিছিয়ে এসেছেন। তিনি বরং মাদ্রিদের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন। তিনি এখনই স্পেন থেকে বেরিয়ে যেতে চান না। গতকাল মঙ্গলবার আঞ্চলিক পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে পুজদেমন এসব কথা বলেন। তিনি স্বাধীনতা নিয়ে গণভোটকে সাসপেন্ড করতে আহবান জানিয়েছেন। গত পহেলা অক্টোবর অনুষ্ঠিত গণভোটে ৯০ ভাগ কাতালান নাগরিক স্বাধীনতার পক্ষে রায় দেন। তবে মাদ্রিদ সরকার এবং সাংবিধানিক আদালত এই গণভোটকে অবৈধ বলেছে। পুজদেমন পার্লামেন্টে বলেন, জনগণ স্বাধীনতার পক্ষে রায় দিয়েছেন। কিন্তু এ নিয়ে উত্তেজনা হ্রাস করতে চাই। তিনি মাদ্রিদ সরকারের ভূমিকারও সমালোচনা করেন। খবর বিবিসি’র। -আরো খবর ১৭ পৃষ্ঠায়