স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় তাসলিমা আক্তার লুভা নামে ইডেন মহিলা কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও ১০ জন নারী-পুরুষ আহত হন। লুভা ঢাকার ডেমরার শুকুরশী এলাকার আব্দুল লতিফের মেয়ে। গতকাল শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় পিডিকে সিএনজি স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. নাসির উদ্দিন জানান, একটি কভ্যার্ডভ্যান ইউটার্ন দিয়ে ঘুরানোর সময় পেছনে একটি লেগুনা যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস লেগুনাকে ধাক্কা দিলে লেগুনাটি দুমড়ে মুচড়ে যায়। এতে লুভা নিহত হন। নিগার সুলতানা (২০), রাবেয়া বেগম (৩৫), ইদ্রিস আলী (৪৪), সিমুসহ (২৪) কমপক্ষে ১০ জন আহত হন। গুরুতর আহত ইদ্রিস আলীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।