
গাজীপুর প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিত্সার দাবিতে গাজীপুর জেলা মহিলাদলের উদ্যোগে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়েছে।।
শুক্রবার দুপুরে গাজীপুর জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে প্রতীকী অনশন কর্মসূচিতে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী। সাধারণ সম্পাদিকা গুলনাহার বেগমের সঞ্চালনায় অনশন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন জেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদিকা ইরানী সরকার, কালীগঞ্জ উপজেলা মহিলাদলের সভানেত্রী রহিমা বেগম, মহিলা দল নেত্রী চামিলি আক্তার, সোহেলী সুলতানা, হোসনেয়ারা বেগম, তাহমিনা বেগম প্রমুখ। কর্মসূচিতে জেলার বিভিন্ন থানা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেত্রীবৃন্দ অংশ নেন। প্রতীকী অনশনের এক পর্যায়ে দুপুরে গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান গোলাপ এবং গাজীপুর জেলা বিএনপি’র মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা এসকে জবিউল্লাহ এসে অনশনরত নেত্রীদের ফলের জুস পান করিয়ে অনশন ভঙ্গ করান।
ফজর | ৪:৩৬ |
যোহর | ১১:৪৭ |
আসর | ৪:০৩ |
মাগরিব | ৫:৪৫ |
এশা | ৬:৫৬ |
পড়ুন |