ইত্তেফাক ডেস্ক
শ্রীলংকায় প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার দল শ্রীলংকা ফ্রিডম পার্টি (এসএলএফপি) ছেড়ে নতুন দল শ্রীলংকা পিপলস পার্টিতে (এসএলপিপি) যোগ দিয়েছেন মাহিন্দা রাজাপাকসে। এর মাধ্যমে সিরিসেনার দলের সঙ্গে তার দীর্ঘ প্রায় ৫০ বছরের সম্পর্কের অবসান হলো। রাজাপাকসে আগামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে নতুন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। গতকাল সকালে তিনি সমর্থকদের নিয়ে নতুন দলে যোগ দেন। রাজাপাকসের বাবা ডন আলবি শ্রীলংকা ফ্রিডম পাটির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। ১৯৫১ সালে দলটি প্রতিষ্ঠিত হয়। এসএলপিপি গঠিত হয় গত বছর। গত ২৬ অক্টোবর প্রেসিডেন্ট সিরিসেনা প্রধানমন্ত্রী রনিলবিক্রমসিংহকে বরখাস্ত করেন। তিনি রাজপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। শুক্রবার প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের ঘোষণা দেন। - এনডিটিভি