শেখ রাসেল ক্রীড়াচক্রের জার্সি গায়ে দীর্ঘদিন ফুটবল খেলছেন জাতীয় দলের সাবেক গোলকিপার বিপ্লব ভট্টাচার্য্য। একটানা ৫ ম্যাচ জিততে পারেনি। চলমান ফুটবল লিগে নিজেদের চারটা ম্যাচ হেরেছে। সেই চট্টগ্রাম থেকে হার শুরু হয়ে ময়মনসিংহ পর্যন্ত পৌঁছেছে শেখ রাসেলের হারের কথামালা। চার ম্যাচে ১২ পয়েন্ট হারিয়ে এখন পথ খুঁজছে শেখ রাসেল। গোলকিপার বিপ্লব বললেন,‘একটা জয় পেলে সব কিছুই ঘুরে দাঁড়াবে।’
বিপ্লব অভিজ্ঞতাসম্পন্ন একজন ফুটবল খেলোয়াড়। তার মতে, ম্যাচ হারতে হারতে খেলোয়াড়দের মনোবলও ভেঙ্গে গেছে। নিজের ফুটবল অভিজ্ঞতা থেকে বললেন,‘একটা জয় সবার মানসিক অবস্থার উন্নতি ঘটাতে পারে। সব হিসাব বদলে দিতে পারে।’
এবারের ফুটবল মৌসুমে লিগে শেখ রাসেলের চার ম্যাচ চলে গেলেও বিপ্লবের মাঠে নামা হয়নি। তবে বাইরে থেকে নিজের অভিজ্ঞতার চোখে যা দেখেছেন তাতে কাউকে আলাদা করে দোষ দেওয়ার কিছু আছে মনে করেন না। ফুটবল গোলের খেলা। গোল না হলে যতোই ভালো খেলুক না তাতে কোনো লাভ নেই। শেখ রাসেলের ফরোয়ার্ড লাইন গোলের সুযোগ নষ্ট করেছে অনেক। বিপ্লব বললেন,‘যেভাবে গোল মিস করেছে তাতে ম্যাচ জিতবে কিভাবে। উত্তর বারিধারা ক্লাবের বিপক্ষে আমরা গোলের সুযোগটা পেয়েছি কম। বাকি যে ম্যাচগুলো হয়েছে সেখানে আমাদের গোলের সুযোগগুলো নষ্ট হওয়ার পেছনে আমরাই দায়ী। প্রতিপক্ষের গোলকিপারকে কৃতিত্ব দেব না’
লিগের ১২ ক্লাবের মধ্যে বর্তমানে শেখ রাসেলের ফুটবলারদের জন্য সবচেয়ে ভালো এবং উন্নত সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। বিপ্লব তার দল শেখ রাসেলের কর্মকর্তাদের পক্ষেই বললেন,‘আমাদের অফিসিয়ালরা সব কিছুই দিয়েছে। কোনো কিছুতেই পিছিয়ে নেই। তারপরও রেজাল্ট আসছে না।’ আরো একটা সমস্যার কথা বললেন বিপ্লব। দলে চোটগ্রস্ত ফুটবলারের সংখ্যাটাও বেশি। অতিথি ফুটবলারদের মধ্যে গত ম্যাচে পলএমিল ছিলেন না। মিঠুন চৌধুরী, এমিলি ইনজুরিতে। বিপ্লব বললেন,‘সময়টা ভালো যাচ্ছে না শেখ রাসেলের।