বর্তমান পরিস্থিতিতে ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে কিনা সেটা নিয়ে এখনও কিছু সংশয় আছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমরা ইংল্যান্ডের সফর নিয়ে চিন্তিত নই। দু’দেশের সম্মতিক্রমেই সূচি চূড়ান্ত হয়েছে, তাই না আসার কোনো কারণ দেখছি না।’
প্রতিটি আন্তর্জাতিক সিরিজ সফলভাবে আয়োজনের জন্য আন্তঃমন্ত্রণালয়ের সাথে বৈঠক হয় বিসিবির। আসন্ন ইংল্যান্ড সফরকে সামনে রেখে গতকাল রবিবার সচিবালয়ে এমন একটি বৈঠক হয়। যেখানে বিসিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন নিজামুদ্দিন চৌধুরী সুজন। মন্ত্রণালয়ের বৈঠক শেষে মিরপুরে ক্রিকেট বোর্ডের অফিসে ফিরে বিসিবির এই প্রধান নির্বাহী বলেন, ‘প্রত্যেকটি আন্তর্জাতিক সিরিজ শুরু হওয়ার আগে মন্ত্রণালয়ের সাথে সভা হয়। তারই ধারাবাহিকতায় ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজের কার্যক্রম হিসেবে আজকে আন্তঃমন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংশ্লিষ্ট যে বিভাগগুলো রয়েছে তারা সবাই উপস্থিত ছিলেন। সেখানে আলোচনা হয়েছে কিভাবে সিরিজটি আমরা সফলভাবে আয়োজন করতে পারি।’
পূর্ব নির্ধারিত সূচি অনুসারে ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের। তবে সামপ্রতিক এই পরিস্থিতিতে ইংল্যান্ড দল আদৌ বাংলাদেশ সফরে আসবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। তবে বিসিবির সিইও বলেন, ‘যখন একটা ট্যুরের সিডিউল নিশ্চিত হয়, তখন দুই দেশের বোর্ডের সম্মতিতেই হয়। সেভাবেই এখনও পর্যন্ত আছে। আন্তর্জাতিক ক্রিকেট সিরিজকে সামনে রেখে কার্যক্রম এগিয়ে যাচ্ছে। সবকিছুই রুটিন মাফিক হচ্ছে।’
ইংল্যান্ড সিরিজ নিয়ে ইসিবির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে জানিয়ে সুজন বলেন, ‘আমাদের সঙ্গে ইসিবির সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। তাদের একটা প্রতিনিধি দল খুব শিগগিরই বাংলাদেশ সফর করবে। যেহেতু ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ এবং ভারতে ব্যাক টু ব্যাক সিরিজ খেলবে। তাই ইংল্যান্ডের একটি প্রতিনিধি দল প্রথমে ভারত পরে বাংলাদেশ সফর করবে। আমরা আশা করছি এ মাসের মাঝামাঝি সময়ে তারা চলে আসবে। এরপর তাদের বোর্ডকে রিপোর্ট প্রদান করবে।’