‘মেসিকে রাজি করাতে নয়, শুধু ফুটবল নিয়ে তার সাথে কথা বলতে চাই’। পুরো ফুটবল বিশ্ব যেখানে লিওনেল মেসিকে আবারও জাতীয় দলে ফেরাতে উদগ্রিব, সেখানে নতুন নিয়োগপ্রাপ্ত আর্জেন্টিনার কোচ কিছুটা ভিন্ন মত প্রকাশ করলেন। নবনিযুক্ত কোচ অ্যাডগার্ডো বাউজা মনে করেন, হতাশ অবস্থায় কারো সাথে আলোচনায় বসা উচিত নয়। তবে মেসির সাথে কথা বলবেন তিনি। ৫৮ বছর বয়সী বাউজা মনে করেন, দলের হয়ে তার প্রথম কাজ বার্সেলোনার তারকা স্ট্রাইকার মেসির সাথে কথা বলা। এক সংবাদ সম্মেলনে বাউজা বলেন, ‘আমি কাউকে রাজি করাতে যাচ্ছি না। আমার একমাত্র ইচ্ছা মেসির সাথে ফুটবল নিয়ে কথা বলা। আমি বুঝি কে কখন হতাশায় থাকে আর কখন আলোচনা করতে হয়।’ তবে এই আলোচনায় বসতেও বাউজা মেসিকে জোর করবেন না।