মতিঝিল প্রগতি সংঘ তাদের সুবর্ণ জয়ন্তী উত্সবে স্বাধীন বাংলা ফুটবল দলকে সম্মান জানাবে। আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীন বাংলা ফুটবল দল, সাঁতারু অরুণ নন্দী (মরণোত্তর), মুক্তিযোদ্ধা ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও গুণীজনদের সঙ্গে তাদের এ সম্মান জানানো হবে।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে প্রগতি সংঘের সভাপতি মো. জুবের আলম খান রবিন এ তথ্য জানান।
ঢাকার মতিঝিলের এজিবি সরকারি কলোনিতে ১৯৬৬ সালে জন্ম নেওয়া ঐতিহ্যবাহী ক্রীড়া ও সামাজিক সংগঠন প্রগতি সংঘ তদের ৫০ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী সুবর্ণ জয়ন্তী উত্সব উদ্যাপন করছে। এ সময়ে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা ও ক্যারম প্রতিযোগিতার আয়োজন করা হবে। শিশু ও কিশোরদের জন্য চিত্রাঙ্কনসহ অভিভাবকদের জন্য থাকবে বেশকিছু আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা। সম্মাননা উপলক্ষে গুণী ব্যক্তিদের পরিচিতিসহ আকর্ষণীয় একটি স্মরণিকা প্রকাশ করা হবে। অনুষ্ঠানমালা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ৩০ ডিসেম্বর হবে ‘আজম খান নাইট মেগা কনসার্ট’। খবর বিজ্ঞপ্তির।