অষ্টেলিয়ার গোল্ডকোষ্টে অনুষ্ঠিতব্য ২১তম কমনওয়েলথ গেমস উপলক্ষে চার সদস্যের কুইন্স ব্যাটন রীলে দল বাংলাদেশে এসেছে গত ৯ অক্টোবর। গতকাল সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সিআরপি (পক্ষাঘাত পূনর্বাসন কেন্দ্র) পরিদর্শন করে কুইন্স ব্যাটন রীলে দলটি। এসময় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) মহাসচিব জনাব সৈয়দ শাহেদ রেজাসহ অন্যান্য কর্মকর্তারা ছিলেন
-সৌজন্য ছবি