ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জেতা কাকা জানিয়েছেন তার আর খেলতে ভাল লাগে না। তাই তিনি খেলোয়াড়ি জীবনের সমাপ্তি টানতে চলেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস)-এর দল অরলান্ডো সিটিতে খেলছেন সাবেক এসি মিলান তারকা। এমনকি দলটির সাথে মেয়াদ বাড়ানোর ব্যাপারেও কথা চলছে তার। এরপরও ২০০৭ সালের ব্যালন ডি’অর জয়ী ৩৫ বছরের কাকা জানাচ্ছেন তিনি আর খেলাটা উপভোগ করছেন না। মিলানের হয়ে সিরি এ ও চ্যাম্পিয়ন্স লিগ এবং রিয়াল মাদ্রিদের সাথে লা লিগা জয়ী কাকার দাবি খেলাটির যে চাপ সেটি আর নিতে পারছে না তার শরীর। অবসরের ইঙ্গিত দিয়ে গ্লোবো স্পোর্টকে তিনি বলেন, ‘সহসাই ঘটতে যাচ্ছে ব্যাপারটা। খেলাটা আর আনন্দের বিষয় নয়। কারণ প্রতি খেলা শেষে আমি অনেক যন্ত্রণা পাই।’