নারী প্রিমিয়ার লিগ
g স্পোর্টস রিপোর্টার
ঢাকা নারী প্রিমিয়ার ক্রিকেট লিগে পঞ্চম জয় তুলে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ। গতকাল মোহামেডান ১০ উইকেটে হারিয়েছে হিল্লোল যুব সংঘকে। বর্তমান চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ চার উইকেটে জিতেছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে।
বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাট করে হিল্লোল যুব সংঘ ৪৫.৪ ওভারে ৫৭ রানে অলআউট হয়। তানজিলা আখতার মৌ সর্বোচ্চ ২১ রান করেন। দলের আর কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। মোহামেডানের খাদিজাতুল কোবরা ১০ রানে পাঁচটি, সালমা খাতুন-শরীফা আক্তার দুটি করে উইকেট নেন। জবাবে ৯.৪ ওভারে বিনা উইকেটে ৫৮ রান তুলে ম্যাচ জিতে নেয় মোহামেডান। মানদিজ অপরাজিত ৩৬, ফাতেমা আক্তার ইতি অপরাজিত ১৩ রান করেন। মোহামেডানের খাদিজাতুল কোবরা ম্যাচ সেরা হন।
বিকেএসপির তিন নম্বর মাঠে প্রথমে ব্যাট করে খেলাঘর নয় উইকেটে ১৩৩ রান তোলে। রুবিয়া আক্তার ২৬, নিগার সুলতানা ২৬, শম্পা মুখার্জি ২৩, রিতু মনি ২১, ফেরদৌসী অপরাজিত ১০ রান করেন। রূপালী ব্যাংকের তাজিয়া আক্তার চারটি, রুমানা আহমেদ তিনটি, দমায়ন্তি সিলভা দুটি করে উইকেট পান। জবাবে আয়েশা রহমানের হাফ সেঞ্চুরিতে ৪৮.৫ ওভারে ছয় উইকেটে ১৩৪ রান করে ম্যাচ জিতে নেয় রূপালী ব্যাংক। আয়েশা রহমান ৬১, দমায়ন্তি সিলভা ২৫, রুমানা আহমেদ ১০ রান করেন। খেলাঘরের ফাহিমা খাতুন তিনটি, রেণু যাদব দুটি করে উইকেট নেন। ২৬ রানে চার উইকেট নিয়ে রূপালী ব্যাংকের তাজিয়া আক্তার ম্যাচ সেরা হন।
সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান-হিল্লোল যুব সংঘ
হিল্লোল যুব সংঘ: ৫৭, ৪৫.৪ ওভার (তানজিলা আক্তার মৌ ২১, রানী খাতুন ৮; খাদিজাতুল কোবরা ৫/১০, সালমা খাতুন ২/১,শরীফা আক্তার ২/৮)।
মোহামেডান: ৫৮/০, ৯.৪ ওভার (মানদিজ ৩৬*, ফাতেমা আক্তার ইতি ১৩*)।
ফল: মোহামেডান ১০ উইকেটে জয়ী।
রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ-খেলাঘর
খেলাঘর: ১৩৩/৯, ৫০ ওভার (রুবিয়া আক্তার ২৬, নিগার সুলতানা ২৬, শম্পা মুখার্জি ২৩, রিতু মনি ২১, ফেরদৌসী ১০*; তাজিয়া আক্তার ৪/২৬, রুমানা আহমেদ ৩/২২, দমায়ন্তি সিলভা ২/২১)। রূপালী ব্যাংক: ১৩৪/৬, ৪৮.৫ ওভার (আয়েশা রহমান ৬১, দমায়ন্তি সিলভা ২৫, রুমানা আহমেদ ১০; ফাহিমা খাতুন ৩/২৮, রেণু যাদব ২/৩৪)।
ফল: রূপালী ব্যাংক চার উইকেটে জয়ী।