জাতীয় যুব হ্যান্ডবল
g স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
স্বাগতিক চট্টগ্রাম, পার্বত্য জেলা বান্দরবান, চাঁপাইনবাবগঞ্জ ও বর্তমান চ্যাম্পিয়ন কুষ্টিয়া চট্টগ্রামে অনুষ্ঠানরত জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত নক আউট পর্বের প্রথম খেলায় বান্দরবান জেলা ৩২-১০ গোলে সুনামগঞ্জ জেলাকে, দ্বিতীয় খেলায় চট্টগ্রাম জেলা ১৯-১৬ গোলে মাদারীপুর জেলাকে, তৃতীয় খেলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ২০-১৫ গোলে পঞ্চগড় জেলাকে এবং চতুর্থ খেলায় কুষ্টিয়া জেলা ১১-৪ গোলের ব্যবধানে চুয়াডাঙ্গা জেলার বিরুদ্ধে জয়ী হয়।
এর আগে গ্রুপ পর্বে চট্টগ্রাম ১৪-৪ গোলে দিনাজপুরকে, বান্দরবান ২৩-৩ গোলে ফরিদপুরকে, পঞ্চগড় ২০-৫ গোলে নাটোরকে, চুয়াডাঙ্গা ১৯-৫ গোলে গোপালগঞ্জকে, কুষ্টিয়া ১৭-১৬ গোলে চাঁপাইনবাবগঞ্জকে এবং মাদারীপুর ৩-২ গোলে জামালপুরকে হারায়।
আজ বুধবার সেমিফাইনাল পর্বের প্রথম খেলায় বান্দরবানের মোকাবিলা করবে কুষ্টিয়া আর দ্বিতীয় খেলায় স্বাগতিক চট্টগ্রামের বিরুদ্ধে খেলতে নামবে চাঁপাইনবাবগঞ্জ জেলা।