সিরিয়ার স্বপ্নভঙ্গ
g স্পোর্টস ডেস্ক
টিম কাহিলের জোড়া গোলে স্বপ্নভঙ্গ হলো সিরিয়ার। কেননা কাহিলের গোল দুইটিতে গতকাল সন্ধ্যায় নিজেদের মাঠ সিডনিতে ২-১ গোলে জিতে দুই পর্ব মিলিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে অস্ট্রেলিয়া। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া এর আগে নিজেদের ‘হোম ম্যাচে’ মালয়েশিয়ার মাঠে ১-১ গোলে ড্র করেছিল।
গতকালকের খেলাটিও ১০৯ মিনিটের আগ পর্যন্ত ১-১ ব্যবধানে ছিল; কিন্তু এরপরই কাহিল অতিরিক্ত সময়ে গড়ানো খেলাটিতে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন।
সিরিয়াই এদিন প্রথমে গোল করেছিল। ষষ্ঠ মিনিটে ওমর আল সোমাহর গোলে এগিয়ে গিয়েছিল বিরুদ্ধে পরিস্থিতির মধ্যেও প্রথম বিশ্বকাপের স্বপ্ন দেখা সিরিয়া; কিন্তু ৩৭ বছর বয়সী কাহিল ১৩তম মিনিটেই তা শোধ করে দেন। দুইটি গোলই আসে হেডে। ৯৪ মিনিটের পর সিরিয়াকে ১০ জন নিয়ে খেলতে হয়েছিল।
অস্ট্রেলিয়া এখন কনকাকাফ অঞ্চলের দেশ পানামা, হন্ডুরাস নয়তো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্লে অফ খেলবে চূড়ান্ত পর্বে যাওয়ার জন্য।