
রবিবার, ১১ মার্চ ২০১৮, ২৭ ফাল্গুন ১৪২৪, ২২ জমাদিউস সানি ১৪৩৯
লঙ্কান ক্রিকেটার রামিথ রামবুকওয়েলা গ্রেফতার হয়েছেন শুক্রবার রাতে। তার বিরুদ্ধে অভিযোগ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে পেটানোর পর তিনি মাতাল হয়ে গাড়ি চালিয়েছেন। শ্রীলঙ্কা পুলিশের মিডিয়া বিভাগ জানিয়েছে কলম্বোর নাওয়ালা রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল শনিবারই তাকে আলুথকাড়ের ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। এই নিয়ে গত ১৮ মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো গ্রেফতার হলেন ২০১৬ সালের জুলাইয়ে দলটির হয়ে দু’টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা রামিথ। তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এর আগেও অনেকবার উঠেছে। সেই অনূর্ধ্ব ১৯ দল থেকেই তিনি বেপরোয়া। এমনকি ২০১৩ সালের জুলাইয়ে তিনি শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে ক্যারিবিয়ান সফর শেষ করে ফেরার পথে ৩৫০০ ফিট উচ্চতায় এয়ারক্রাফট কেবিনের দরজা খুলে ফেলেছিলেন!
ফজর | ৪:৫৬ |
যোহর | ১২:০৯ |
আসর | ৪:২৭ |
মাগরিব | ৬:০৯ |
এশা | ৭:২১ |
পড়ুন |