
স্পোর্টস ডেস্ক
দুঃসময়ের সাথে যুঝতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড আজ রাতে মাঠে নামছে। প্রিমিয়ার লিগের ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ নিউক্যাসল।
ইয়াং বয়েজকে ৩-০ গোলে হারানোর পর থেকে চার ম্যাচ খেলেছে কোচ হোসে মরিনহোর দল। তার মধ্যে জয়ের মুখ দেখেনি একটিতেও। তার উপর গত আগস্টে লেস্টার সিটিকে হারানোর পর থেকে এখনো পর্যন্ত ঘরের মাঠে জয় পায়নি রেড ডেভিলরা। তাই নিউক্যাসল ম্যাচটি বেশ বড়সড় চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছে মরিনহোর সামনে।
তবে মরিনহো মনে করেন, এখনই সব শেষ হয়ে যায়নি। নিউক্যাসলের বিপক্ষে জয়ের আপ্রাণ চেষ্টাই করবে তার দল। তিনি বলেন, ‘পুরো মৌসুমে ঘরের মাঠে মাত্র একটা ম্যাচ হেরেছি আমরা। শেষ সাত ম্যাচ থেকে হেরেছি মাত্র একটা ম্যাচে। কিন্তু শেষ তিন ম্যাচে ঘরের মাঠে জয় নেই একটাও। তিনটি ড্র, হারার বাজে অনুভূতি নয় আবার জয়ের আনন্দও নেই এতে। আর তাই শনিবারের ম্যাচে জয়ের চেষ্টা করাটা আমাদের জন্য খুবই জরুরি।’
মরিনহো আরো বলেন, ‘আমি জানি অক্টোবরের শুরুতে আছি আমরা এবং আমরা পুরো ইউরোপের টেবিলগুলোর দিকে দেখেছি। অনেক লিগেই সেপ্টেম্বর, অক্টোবর মাসে টেবিলের চেহারা কয়েক মাস পরে কি হবে, মৌসুমের শেষে কি হবে তা বলে দিতে পারে না।’
বর্তমানে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দশম স্থানে আছে ইউনাইটেড। মরিনহো মনে করেন এরচেয়ে ভালো করার সামর্থ্য আছে তার দলের। পর্তুগীজ কোচের ভাষায়, ‘আমরা এমন এক অবস্থানে আছি যা থেকে আরো ভালো করার সামর্থ্য আছে আমাদের। এবং তা করতে হলে আগে পয়েন্ট অর্জন করতে হবে আমাদের।’
দিনের অন্য ম্যাচে ঘরের মাঠে কার্ডিফ সিটির মুখোমুখি হবে টটেনহ্যাম। এভারটনকে আতিথ্য দেবে ২০১৫-১৬ মৌসুমের ইংলিশ চ্যাম্পিয়ন লেস্টার সিটি।
ফজর | ৪:৩৬ |
যোহর | ১১:৪৭ |
আসর | ৪:০৩ |
মাগরিব | ৫:৪৫ |
এশা | ৬:৫৬ |
পড়ুন |