আগামী ১৫ মার্চ ক্রেতা-স্বাধীনতা দিবস, অন্যদিকে দ্রব্যমূল্য লাগামহীন
লেখা ও আঁকা মুকাদ্দিম পৃ
ক্রেতার স্বাধীনতা বলতে কী বোঝায়?
যতক্ষণ কিছু না জিগায়া হাত না দিয়া চোখ দিয়া খালি দেখবেন ততক্ষণ স্বাধীন, যেই দাম জিগাইলেন সেই স্বাধীনতা হারাইলেন।
দোকানদার ভাই, জিনিসটার দাম বলার জন্য আমারে স্বাধীনতা দেন।
দিলাম কিন্তু এমন দাম বইলেন না যাতে আপনারে রশি দিয়া বেঁধে রাখা লাগে।
এই যে ভাই আসেন, আমার দোকানে আসেন।
ক্রেতা স্বাধীন, অতএব ইচ্ছা হলে আইব না হইলে আইব না। বুচ্ছেন্নি?
ক্রেতাদের স্বাধীনতা কেন দরকার?
কারণ, যিনি জেলখানায় কিংবা অন্যকোথাও পরাধীন, উনি কখনো ক্রেতা হতে পারবেন না।