বিভিন্ন পেশার মানুষগুলো তাদের বাসায় বউদের সঙ্গে তার কর্মক্ষেত্রের মতো ব্যবহার করলে প্রত্যুত্তরে তাদের স্ত্রীরা যে রিপ্লাই দিতে পারে—
পুলিশের বউ :শোনো পুলিশে ছুঁইলে যদি ১৮ ঘা হয়, তবে পুলিশের বউ ছুঁইলে কিন্তু ৩৬ ঘা।
ডাক্তারের বউ :এত মানুষের চিকিত্সা করো আর সামান্য মাথাব্যথা হলেই কাহিল হয়ে পড়ো।
উকিলের বউ :আমারে আইন দেখাইও না। আমিও কিন্তু আইনের ফাঁকফোকর জানি।
নাবিকের বউ :এত বড় একটা জাহাজ সারা সমুদ্র ঘুরিয়ে বেড়াও আর নিজের বউকে এক বিকাল একটু পার্কে ঘুরতে নিতে পার না!
নেতার বউ :আওয়াজ উপরে করবা মঞ্চে গিয়া, এই ঘরে আওয়াজ নিচে।
অভিনেতার বউ :নায়িকার সাথে তো ভালোই ঢং করতে পারো, আমার সামনে আসলে চুপসে যাও!
সাংবাদিকের বউ :এত খবর খুঁজে বের করতে পার, আর নিজের টাইটা খুঁজে পাও না!
মাস্তানের বউ :মাস্তানি সারা দুনিয়াজুড়ে দেখাইও। এই ঘরে দেখাইলে মারবও এখানে লাশও পড়বে এখানে।
মাহবুব নাহিদ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।