
পেঁয়াজের দাম এখন অনেকটাই সহনীয়। বিগত দীর্ঘদিন দামি পেঁয়াজ খাওয়ার ফলে ইদানীং নিজের মধ্যে নিজেই দারুণ সব পরিবর্তন লক্ষ করছি। ঝাঁজ রয়ে গেছে! কী তা? আসুন, এক নিঃশ্বাসে তা জেনে নিই—
v বিগত শৈত্যপ্রবাহেও পেঁয়াজের ঝাঁজে আমি ছিলাম চরম গরমে, উদোম শরীরে! বাড়তি খরচে জ্যাকেট কেনার প্রয়োজনই পড়েনি!
v চোখ-মুখে সারাক্ষণ গরম অবস্থা দেখে আমার স্ত্রীরও এখনো সাহস হয় না আমাকে কটু কথা বলার; গায়ে পড়ে ঝগড়া করার!
v আজকাল অফিসের বসকেও ভয় পাই না। উল্টো আমার অগ্নিদৃষ্টি আর নাসারন্ধ্র দিয়ে নির্গত পেঁয়াজের ঝাঁজে তার চোখেই পানি চলে আসে!
v বাজারে গেলে এখন সব্বাই আমাকে সালাম দেয়; সমীহ করে! কারণ অত্র বাজারে তখন থেকেই অদ্যবধি একমাত্র আমিই প্রতিবার ৫ কেজি করে পেঁয়াজ কিনি!
v সবিশেষ নিজের পঙক্তিমালায় এই পেঁয়াজের জন্য জয়জয়কার গুণগান—
‘হে মহান পেঁয়াজ!
এমন দামে তুমি থেকো ঊর্ধ্ব গগনে!
তোমায় ভালোবাসিব আজীবন
হূদয় ও মননে!’
ওহাব ওহী
দক্ষিণ শ্যামপুর, সাভার, ঢাকা।
ফজর | ৪:৫৬ |
যোহর | ১২:০৯ |
আসর | ৪:২৭ |
মাগরিব | ৬:০৯ |
এশা | ৭:২১ |
পড়ুন |