
রবিবার, ১১ মার্চ ২০১৮, ২৭ ফাল্গুন ১৪২৪, ২২ জমাদিউস সানি ১৪৩৯
সকাল থেকেই তিনার বাবা-মায়ের মধ্যে ঝগড়া চলছে। দুজনের কেউই ছাড়াছাড়ির নাম নেই। অতিষ্ঠ হয়ে তিনা ভাবতে লাগল কী করা যায়! কিছুক্ষণ পর সে তার মোবাইলে উত্তম কুমারের ‘এই পথ যদি না শেষ হয়’ গানটি বাজিয়ে দিলো (বিয়ের পর এই গানটিই ছিল তাদের দুইজনের রোমান্টিক সময়গুলোর প্রতিচ্ছবি, যা তিনা জানত)। বলাবাহুল্য অল্পক্ষণের মাঝেই তারা চুপ হয়ে গেল, হয়তো নস্টালজিকও হয়ে গেল। তিনাও শান্তি ফিরে পেল। তার সেই শান্তিতে বাজ পড়ল যখন তার ছোট ভাই এসে পরের অডিওটি প্লে করল, যেটি ছিল তাকে পাঠানো তার বয়ফ্রেন্ডের অডিও মেসেজ! আপাতত বাবা-মা দুইজন একজোট আর তিনা ভুক্তভোগী।
সাবিহা আক্তার
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
ফজর | ৪:৫৬ |
যোহর | ১২:০৯ |
আসর | ৪:২৭ |
মাগরিব | ৬:০৯ |
এশা | ৭:২১ |
পড়ুন |