
রবিবার, ১১ মার্চ ২০১৮, ২৭ ফাল্গুন ১৪২৪, ২২ জমাদিউস সানি ১৪৩৯
ব্যাংকিং খাতে দেখা দিতে পারে ইমেজ সংকট : তথ্যসূত্র—দৈনিক ইত্তেফাক (৪ মার্চ, ২০১৮)।
ইমেজ সংকট হলে কী কী ইফেক্ট পড়তে পারে, তাই জানাচ্ছেন সুদিপ্ত কুমার নাগ, ভিডিও থুড়ি স্টিল ক্যামেরা নিয়ে সঙ্গে আছেন শ. আলী
v ব্যাংকগুলো যাতে ইমেজ সংকটে না পরে, সেজন্য বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষ তাদের ব্যাংকের ছবি বড় করে বাঁধাই করে রাখতে পারে।
ম্যানেজার সাহেব, আপনাদের ব্যাংকের নাকি দেউলিয়া হয়ে পড়তেছে? ব্যাংকের ইমেজ কীভাবে রক্ষা করবেন?
সেজন্যই তো আমাদের ব্যাংকের অনেকগুলো বিশাল বড় সাইজের ছবি বাঁধাই করে রেখেছি, যাতে কেউ বলতে না পারে আমাদের ব্যাংকের ‘ইমেজ’ সংকট হয়েছে।
v বিয়ের বাজারে ব্যাংকে চাকরি করা ছেলের ডিমান্ড কমে যেতে পারে।
তুই ব্যাংকে চাকরি করা ছেলের বিয়ের প্রস্তাব বাতিল করে দিলি কেন?
পাগল নাকি! ব্যাংকে চাকরি করা ছেলেকে বিয়ে করে ইমেজ সংকটে পড়ব নাকি?
ফজর | ৪:৫৬ |
যোহর | ১২:০৯ |
আসর | ৪:২৭ |
মাগরিব | ৬:০৯ |
এশা | ৭:২১ |
পড়ুন |