
রবিবার, ১১ মার্চ ২০১৮, ২৭ ফাল্গুন ১৪২৪, ২২ জমাদিউস সানি ১৪৩৯
ব্রত রায়
সবাই জানে এই বাঙালি
ইংরেজিতে দড়
ইংরেজেরা শাসক ছিল
দুইশত বত্সর!
খোদ ইংরেজও শব্দগুলোর
যেমন মানে জানে
বাংলাদেশে উল্টে গেছে
অর্থ এবং মানে!
যেমন ধরুন ‘সিটিং’ মানে
‘দাঁড়িয়ে থাকা’ নাকি
এইটা শুনে আমার শুধু
জ্ঞান হারানোই বাকি!
অবাক হলেন? দেখুন গিয়ে
গাজিপুরের বাসে
যে বাসগুলো যায় সেখানে,
সেখান থেকে আসে—
সবগুলো আজ ‘সিটিং’ বলে
হাঁকছে বেশি ভাড়া
যাত্রী সকল যাদের থাকে
কাজে যাওয়ার তাড়া—
চড়ছে তাতে বেশি ভাড়ায়,
পাচ্ছে সবাই সিট?
হচ্ছে রোজই চালক এবং
যাত্রীতে খিটমিট!
দেখার কথা যাদের তারা
একটু নজর দিন
নচেত্ ভেবে নিচ্ছি এ দেশ
নিয়ম-কানুনহীন!
ফজর | ৪:৫৬ |
যোহর | ১২:০৯ |
আসর | ৪:২৭ |
মাগরিব | ৬:০৯ |
এশা | ৭:২১ |
পড়ুন |