
রবিবার, ১১ মার্চ ২০১৮, ২৭ ফাল্গুন ১৪২৪, ২২ জমাদিউস সানি ১৪৩৯
সোহেল রানা
আসুন সবাই চেষ্টা করি
দাম বাড়ে ক্যান ভরি ভরি
নজরদারি দিই বাড়িয়ে আজ—
যার নজরে পড়বে যেটা
খারাপ-ভালো হোক না সেটা
ভাবতে হবে এটাই নিজের কাজ।
নইলে বাজার দিনে দিনে
ছুঁচ্ছে আকাশ বিমান বিনে
নামবে নাকো না ফুরালে তেল—
এর পিছনের নাটের গুরু
চাবি দিয়ে করে শুরু
দেখছে বসে নিত্য নতুন খেল।
থামবে না খেল আমরা যদি
না নাড়ি সেই বসার গদি
তিলেতিলে জীবন হবে শেষ—
দাম বেড়ে ওই আকাশ ছোঁবে
আমজনতা বলবে ক্ষোভে
এটাই কী সেই সোনার বাংলাদেশ?
ফজর | ৪:৫৬ |
যোহর | ১২:০৯ |
আসর | ৪:২৭ |
মাগরিব | ৬:০৯ |
এশা | ৭:২১ |
পড়ুন |