
রবিবার, ১১ মার্চ ২০১৮, ২৭ ফাল্গুন ১৪২৪, ২২ জমাদিউস সানি ১৪৩৯
ইদ্রিস মণ্ডল
চালের বাজার আকাশ ছোঁয়া
কিনতে গিয়ে বাজারে
যাচ্ছি মরে বাড়ছে প্রেসার
থাকছি না আর তাজারে
হচ্ছি ফতুর কমছে টাকা
মাসের শেষে পড়ছে টান
বাড়তি খরচ ছাটতে গিয়ে
কাটতে বাজেট পেরেশান
দাম বাড়ার এই মাঝে পড়ে
বাজার গিয়ে যাচ্ছি মরে
দুর্ভাবনায় ঘুম আসে না
ফন্দি আটি মনে তাই,
পেট ভরে আর ভাত খাব না
যতই বাড়ুক বাজার ছাই
কী আনন্দ ফুর্তি আহা
মনের ভিতর পাচ্ছিরে
বাড়তি খরচ আর হবে না
প্রাণ খুলে গান গাচ্ছিরে।
বড় বাজার, চুয়াডাঙা।
ফজর | ৪:৫৬ |
যোহর | ১২:০৯ |
আসর | ৪:২৭ |
মাগরিব | ৬:০৯ |
এশা | ৭:২১ |
পড়ুন |