মিয়ানমারে সহিংসতার শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের চিকিত্সা সেবা দিয়ে সহায়তা করছে আদ্-দ্বীন হাসপাতালের একদল তরুণ চিকিত্সক। গত ২৫ সেপ্টেম্বর থেকে কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালিতে আদ্-দ্বীন হাসপাতাল অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করছে। ৩০ সদস্যের স্বাস্থ্যকর্মীদের দলের নেতৃত্ব দিচ্ছেন আদ্-দ্বীন হাসপাতালের পরিচালক ডা. নাহিদ ইয়াসমিন। শুধু বিনামূল্যে স্বাস্থ্য সেবা নয়, ওষুধপত্রও দিচ্ছে আদ্-দ্বীন হাসপাতাল। অস্থায়ী ক্যাম্পের বাইরেও আদ্-দ্বীনের প্যারামেডিক্স ও স্থানীয়দের নিয়ে গঠিত ১৪ জনের তরুণ চিকিত্সকদের একটি টিম আলাদাভাবে ঘুরে ঘুরেও চিকিত্সা দিচ্ছে। গর্ভবতী নারীকে ডেলিভারি করাতে হবে এমন খবর পেলেই ছুটে যাচ্ছে আদ্-দ্বীনের অ্যাম্বুলেন্স। অস্থায়ী ক্যাম্প চালু হওয়ার পর স্বাস্থ্যকেন্দ্রের সামনে ট্যাঙ্ক বসিয়ে সরবরাহ করা হচ্ছে বিশুদ্ধ পানি। চিকিত্সা সেবা প্রদানের পাশাপাশি আশ্রয় কেন্দ্রগুলো ঘুরে দেখেছেন ডা. নাহিদ ইয়াসমিন। তিনি বলেন, ‘মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন আশ্রয় কেন্দ্রের মানুষেরা। বিশেষ করে গর্ভবতী মা এবং শিশুদের অবস্থা খুবই খারাপ। অনেক বৃদ্ধ ও শিশু এসেছে নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগ নিয়ে। দেখা দিয়েছে চর্মরোগ। প্রাথমিক স্বাস্থ্য শিক্ষার অভাবে তাদের অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে।’ তিনি বলেন, ‘যতদিন উদ্বাস্তু রোহিঙ্গারা থাকবে ততদিন আমরা স্বাস্থ্যকেন্দ্র চালু রাখব। বিনামূল্যে চিকিত্সা সেবা ও ওষুধপত্র দিয়ে যাব।