বাংলাদেশে উপস্থিতির ২০ বছরপূর্তি উপলক্ষে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) আয়োজনে বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধার: এশিয়া প্রেক্ষাপট-এর ওপর আগামী শনি ও রবিবার আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল বুধবার এমসিসিআই’র সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনে আইসিসিবি প্রেসিডেন্ট মাহবুবুর রহমান জানিয়েছেন, রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং আঙ্কটাড সেক্রেটারি জেনারেল ড. মুখিসা কিতুয়াই। সম্মেলনের তিনটি ব্যবসায়িক সেশনে দেশ-বিদেশ থেকে আগত বিশেষজ্ঞ, ব্যবাসয়িক নেতৃবৃন্দ এবং পেশাদার ব্যক্তিবর্গ সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয়ের ওপর বক্তব্য রাখবেন।