চট্টগ্রামে ব্যবসা বান্ধব পরিবেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশের সহায়তা চায় জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চিটাগং কসমোপলিটন (জেসিআই) নেতারা। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মন্ডলের সাথে সৌজন্য সাক্ষাতকালে তারা এ আহ্বান জানান। বৈঠকে জেসিআই নেতৃবৃন্দ বলেন, নতুন নতুন শিল্প কারখানা গড়ে তুলতে কেউ যাতে হয়রানির শিকার না হন সে ব্যাপারে চট্টগ্রাম মহানগর পুলিশকে সর্বদা সজাগ থাকতে হবে।
এ সময় পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মন্ডল জেসিআই‘র উদ্যোগে পরিচালিত বিভিন্ন সামাজিক কর্মকান্ডের প্রশংসা করেন। আগামীতে জেসিআইয়ের সামাজিক কর্মসূচিতে সিএমপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে জেসিআই প্রেসিডেন্ট মো. রাইসুল উদ্দিন সৈকত, ভাইস প্রেসিডেন্ট শিহাব মালেক, মোহাম্মদ জসীম আহমেদ, ট্রেজারার মোহাম্মদ গিয়াস উদ্দিন, পরিচালক ব্যারিস্টার ফয়সল দস্তগীর প্রমুখ উপস্থিত ছিলেন।