শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, রফতানিমুখী পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের জন্য পেনশন সুবিধা চালু করার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য খাতের শ্রমিকদের এই পেনশন সুবিধার আওতায় আনা হবে। গতকাল সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর কক্ষে বাংলাদেশ লেবার রাইটস সাংবাদিক ফোরামের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, রফতানিমুখী পোশাক শিল্পের শ্রমিকদের কল্যাণে সরকার একটি বিশেষ কল্যাণ তহবিল গঠন করেছে। চলতি বছরের জুলাই মাস থেকে এই কল্যাণ তহবিলে রফতানিমুখী পোশাক শিল্প থেকে প্রায় ৮৯ লাখ টাকা জমা হয়েছে।
প্রতি বছর রফতানিমুখী পোশাক শিল্পের এই খাত থেকে শতকরা তিন ভাগ হারে প্রায় ৭০ কোটি টাকা জমা হবে। বর্তমানে সরকারের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১৭১ কোটি টাকা জমা হয়েছে। ইতোমধ্যে এই তহবিল থেকে আড়াই কোটি টাকা বিতরণ করা হয়েছে। শ্রমিকদের সন্তানরা এই তহবিল হতে ২৫ হাজার থেকে তিন লাখ পর্যন্ত আর্থিক সহায়তা ও বৃত্তি পাবে। মুজিবুল হক চুন্নু বলেন, দেশের প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক সকল শ্রমিক-কর্মচারী এই নিরাপত্তা বীমার আওতায় আসবে। ইতোমধ্যে সরকার দেশের নির্মাণ শ্রমিকদের জন্য একটি গ্রুপ বীমা চালু করেছে। দুই হাজার নির্মাণ শ্রমিকের প্রিমিয়ামের দুই তৃতীয়াংশ অর্থ সরকার বহন করছে এবং বাকিটা বীমাকারী ব্যক্তি বহন করে থাকে বলে মন্ত্রী জানিয়েছেন।