কর অঞ্চল-১৩’র আয়কর ক্যাম্প উদ্বোধন
g ইত্তেফাক রিপোর্ট
সঠিক সময়ে কর না দিলে করদাতাদের মধ্যে ভীতি কাজ করে বলে মনে জানিয়েছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা। তিনি বলেন, কর পরিশোধ করলে সম্মানবোধ কাজ করে এবং সেই ভীতি থাকেনা। এ জন্য তিনি করদাতাদের সঠিক সময়ে কর পরিশোধের আহ্বান জানান। সেই সঙ্গে কর প্রদান পদ্ধতি আরো করদাতাবান্ধব করারও আহ্বান জানান। গতকাল রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ির সম্রাট কমিউনিটি সেন্টারে আয়কর ক্যাম্পের উদ্বোধন ও করদাতাদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। কর অঞ্চল-১৩ ওই সভার আয়োজন করে। কর অঞ্চল-১৩ এর কমিশনার হাফিজ আহমেদ মুর্শেদের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে এনবিআর সদস্য মো. সিরাজুল ইসলাম ছাড়াও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় কর কমিশনার কর ভীতি দূর করে কর প্রদানের পরিবেশ সৃষ্টির প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি সঠিক কর প্রদানে করদাতাদের সহযোগিতা চান। অনুষ্ঠানে ১০ জন করদাতাকে ই-টিআইএন সনদ দেওয়া হয়।