জুয়েল আইচ
ভিন্নচোখের নতুন বিভাগ এটি। এ বিভাগে বিভিন্ন অঙ্গনের খ্যাতিমানরা তাদের জীবনে ঘটে যাওয়া ভিন্ন অভিজ্ঞতার কথা বলবেন।
একবার জার্মানির বার্লিনে একটি প্রোগ্রাম ছিল। ঢাকা থেকে আমাদের ফ্লাইট ছাড়তে লেট হয়েছিল। এরপর দিল্লিতে আবারও ট্রানজিটে লেট হলো। প্লেনটি লন্ডন হয়ে জার্মান যাবে। তখন আমাদের দেশে তেমন শীত ছিল না। তাই আমরা সবাই সাধারণ কাপড় নিয়েছিলাম। প্লেনটি যখন লন্ডনের প্রায় কাছাকাছি তখন রাত প্রায় ১টা বাজে। প্রচুর তুষার বৃষ্টি আর শীত। তো প্লেনটি নিরাপদ স্থানের জন্য লন্ডন এয়ারপোর্টে ল্যান্ড করলো। আমরা সবাই নামলাম। আমার সাথে পুরো টিম ছিল। কিন্তু ঝামেলায় পড়ে গেলাম থাকা নিয়ে। সারারাত কিভাবে থাকবো। তার ওপর আমাদের কারো কাছে কোনো শীতের কাপড় নেই। সবাই শীতে কাবু হয়ে গিয়েছি। তাছাড়া আমাদের ভিসা জার্মানির। কিন্তু লন্ডনে আমরা কিভাবে থাকবো এই নিয়ে চিন্তায় পড়ে গেলাম। কোনোরকমভাবে সবাই মিলে আমরা থাকার ব্যবস্থা করতে পারলাম। কিন্তু এর পরদিন সকালে আসবো কিভাবে এই নিয়ে আবারো মুশকিল। যে প্লেনে লন্ডন পর্যন্ত এসেছিলাম সেই প্লেন তো তার মতোই চলে গেছে। আমরা এতো জন একসাথে কিভাবে সিট পাবো। সবার মাঝেই তো টেনশন। জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে তারপর ট্রেনে করে বার্লিন পৌঁছালাম। সেখানে গিয়েও আবার এক বিপদ। দেরি হওয়াতে আমাদের হোটেলে থাকা নিয়ে ঝামেলায় পড়ে গেলাম। সেই থেকে আকাশ ফোবিয়ায় ভুগি আমি।