সাইকেল নিয়ে আমাদের কতই না স্মৃতি। ছোটবেলা থেকেই একটি আকর্ষণ থাকে এই যানটির প্রতি। শুধু যে বাহন হিসেবে ব্যবহার করা হয় সাইকেল তা কিন্তু নয়। বিভিন্ন সার্কাস খেলাতেও সাইকেলের যাদু দেখেছি আমরা। বিশ্বের বিভিন্ন জায়গায় সাইকেল প্রেমীদের মাঝে এই সাইকেল নিয়ে দেখা যায় ভিন্নরূপী অনেক আগ্রহ। সেই আগ্রহের বসে সাইকেলের গঠনও অনেক পরিবর্তন করেছেন তারা। সেই ভিন্নরূপী সাইকেলগুলো নিয়েই আমাদের আজকের আয়োজন—