এ যেন মানুষ নয়, শয়তান। তবে তার এ শয়তানরূপী চেহারা কিন্তু জন্মগত নয়। বরং ৪২ বছর বয়সী কলম্বিয়ানবাসী কেইম মর্টিস দীর্ঘ ১১ বছর ধরে তার মুখমণ্ডলে অল্প অল্প করে পরিবর্তন এনে আজকের এই শয়তানরূপী হতে পেরেছেন। তার চেহারার এমন পরিবর্তনের জন্য তাকে বেশ কয়েকটি কালো ট্যাটু আঁকতে হয়েছে মুখে, অপারেশন করে চামড়ার নিচে বসাতে হয়েছে গোল গোল বল যা দেখতে অনেকটা টিউমারের মতো, চোখের নিচে দেওয়া হয়েছে অমুছনীয় কালো কালি। চোখে, ঠোঁটে বসিয়েছেন লোহার রিং। তবে এজন্য তাকে অনেক ত্যাগও স্বীকার করতে হয়েছে। তার এই পরিবর্তিত চেহারা মেনে নিতে পারেনি তার ক্যাথলিক পরিবার। তাই তো তিনি কলম্বিয়া ছেড়ে পাড়ি জমিয়েছেন মেক্সিকোতে। পেশায় ডিজে মর্টিসকে অবশ্য মেক্সিকানবাসী বেশ সাদরেই গ্রহণ করেছে।