শামুকখোল পাখি এখন দেখা মেলে না বললেই চলে। তবে রাজশাহী মাদ্রাসা স্কুল মাঠ ও জেলখানার আশেপাশের ৮-১০টি কড়াই ও তেঁতুল গাছে শামুকখোল পাখির আনাগোনা দেখা যায় সম্প্রতি। এসব শামুকখোল পাখিরা নিরাপদ আস্তানা হিসেবে বেছে নিয়েছে মাদ্রাসা স্কুল মাঠ ও জেলখানার পাশের সড়কের গাছগুলো। এরইমধ্যে বাচ্চারা সবল হয়ে উঠেছে। আর সপ্তাহ দুই একের ভেতরে হয়তো উড়তে শুরু করবে তারা। এখন শামুকখোল পাখির শতশত বাচ্চা জন্ম নিয়ে তিনগুণ হয়েছে। এখন গাছে হাজার হাজার পাখির কিচিরমিচির শব্দ পথচারীর নজরকাড়ে। আর এসব পাখি দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ আসছে।
ছবি :আজাহার উদ্দিন