পাকিস্তানের একটি আদালত আল কায়েদার চার জঙ্গিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। ২০১২ সালের ১২ জুলাই আফজাল, আবদুল হাফিজ, জুলফিকার এবং কেরামত, এই চার জঙ্গি লাহোরের রাসুল পার্কে কারারক্ষীদের হোস্টেলে হামলা চালান। এই হামলায় খাইবার পাখতুনখোয়ার ১০ প্রশিক্ষণার্থী কারারক্ষী নিহত ও অপর সাতজন আহত হন। হামলা চালানোর বছরখানেক পর এই চার জঙ্গি বিপুল পরিমাণ গুলি ও অস্ত্রসহ গ্রেপ্তার হন।