g বিবিসি
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে সেদেশের সামরিক পোশাক পরিহিত দুই ব্যক্তি একটি গাড়িতে গুলিবর্ষণ করে ন্যাটোর দুই সেনাকে হত্যা করেছে। তবে তারা কোন দেশের নাগরিক সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বুধবার এ হামলার ঘটনা ঘটে।
যৌথ বাহিনীর এক মুখপাত্র জানান, ওইদিন ভোরবেলা এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়িতে থাকা সৈন্যদের পাল্টা গুলিবর্ষণে দুই হামলাকারী নিহত হয়। তিনি জানান, বর্তমান সময়ে এটা মারাত্মক সমস্যা যে, বিদেশি সৈন্যদের হামলাকারীরা টার্গেট করছে। দেশটিতে ন্যাটোর কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এটি একটি বড় ধরনের বাধা।