মিয়ানমারের নির্বাচনে বিরোধী দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) বিশাল বিজয়ের দুই মাস পর আগামী ১ ফেব্রুয়ারি নতুন পার্লামেন্টের সভা আহবান করা হয়েছে। বিদায়ী পার্লামেন্টের স্পিকার শিউই মান এই তারিখ ঘোষণা করেন।
নির্বাচনে এনএলডির সুস্পষ্ট বিজয় সত্ত্বেও গুরুত্বপূর্ণ নিরাপত্তা মন্ত্রণালয়গুলোসহ পার্লামেন্টের এক-চতুর্থাংশ আসন সামরিক বাহিনীর জন্য সংরক্ষিত রয়েছে। এটা এখনো অস্পষ্ট যে, কে মিয়ানমারের পরবর্তী প্রেসিডেন্ট হবেন। অং সান সু চি এনএলডির নেতৃত্ব দিলেও সাংবিধানিকভাবে তার প্রেসিডেন্ট হওয়ার বাধা আছে। তবে এর আগে তিনি বলেছেন, এই নিষেধাজ্ঞা তাকে ‘সব সিদ্ধান্ত নেয়া থেকে’ বিরত রাখতে পারবে না এবং একজন সংসদ সদস্য হিসেবে তিনি পার্লামেন্টে বসবেন।
উল্লেখ্য, নভেম্বর মাসে অনুষ্ঠিত ওই নির্বাচনে মিয়ানমারের প্রায় তিন কোটি মানুষ ভোট দেন, যেটিকে গত ২৫ বছরের মধ্যে দেশটির সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন হিসেবে দেখা হয়।