বুধবার সকালে এয়ার ইন্ডিয়ার একটি ভোপালগামী বিমান নামার সময়ে টায়ারে বিস্ফোরণ হয়। ওই বিমানে ৯৫ জন যাত্রী ছিলেন। সংবাদ সংস্থা সূত্রে খবর, সকলেই এখন সুস্থ রয়েছেন। দিল্লি থেকে বিমানটি ছাড়ার সময় কোনো যান্ত্রিক ত্রুটি ছিলো না। কিন্তু হঠাত্ করে এই দুর্ঘটনা কেন ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তবে বিমানবন্দর সূত্রে খবর, ভয়ের কোনো কারণ নেই। — আনন্দবাজার পত্রিকা