কম্বোডিয়ায় চীনের শুল্ক
মুক্ত দোকান
কম্বোডিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অবকাশ কেন্দ্রে চায়না ডিউটি ফ্রি গ্রুপ (সিডিএফজি) নতুন করে শুল্ক মুক্ত দোকান চালু করেছে। পর্যটকদের আকর্ষণে এ পদক্ষেপ নেয়া হয়েছে। এতে ওই অঞ্চলে পর্যটক সংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সিনিয়র এক কর্মকর্তার বরাত দিয়ে বুধবার স্থানীয় সংবাদ মাধ্যম একথা জানায়। — এএফপি
স্পেনে ৩ টন কোকেন জব্দ
স্পেনের উত্তরাঞ্চলে অভিযান চালিয়ে তিন টন কোকেন জব্দ ও সন্দেহভাজন ১২ মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা স্পেন, ব্রিটেন ও নেদারল্যান্ডের নাগরিক। স্পেনের দক্ষিণাঞ্চলের কোস্টা ডেল সল এলাকার একটি কুখ্যাত মাদক পাচারকারী দলের কাছে পাঠানো হচ্ছিল। —এএফপি