ইয়েমেনের সোকোত্রা দ্বীপের অদূরে একটি জাহাজ ডুবে প্রায় ৬০ জন নিখোঁজ রয়েছে। বুধবার দেশটির মত্স্যমন্ত্রী এ কথা জানায়।
রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, এই ঘটনায় মাত্র দুই জনকে উদ্ধার করা হয়েছে। মত্স্যমন্ত্রী ফাহদ কাভিন বলেন, ৫ দিন আগে নৌযানটি নিখোঁজ হয়। নৌযানটি ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দর নগরী মুকাল্লা থেকে সোকোত্রা যাচ্ছিল। নৌযানটিতে প্রায় ৬০ আরোহী ছিল।