ন্যাটো ও ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) মধ্যকার সম্পর্ক আরো গভীর করতে মঙ্গলবার ৪০টির বেশি প্রস্তাবে একমত হয়েছে ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীরা। এক সংবাদ সম্মেলনে ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ একথা জানিয়েছেন। খবর সিনহুয়ার।
দুই পক্ষ থেকে মোট ৪২ টি প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে সাতটি প্রধান ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়। এর মধ্যে বিভিন্ন উপায়ে সন্ত্রাসী হুমকি, সামুদ্রিক নিরাপত্তা ও সাইবার প্রতিরক্ষার বিষয়টি তুলে ধরা হয়েছে। গত জুলাইয়ে ওয়ারশ’ এর শীর্ষ সম্মেলনে সংগঠন দুইটি যৌথভাবে এ বিষয়গুলো চিহ্নিত করে। স্টলটেনবার্গ আরো বলেন, সামুদ্রিক ক্ষেত্রে যেমন ভূমধ্যসাগরে অভিযান পরিচালনায় উভয়পক্ষ সহযোগিতা আরো জোরদার করবে। এখানে যৌথ মহড়া ও গবেষণা পরিচালনা করার কথাও জানান তিনি। তাছাড়া অংশীদারী দেশগুলোর সঙ্গে সহযোগিতা সক্ষমতা বাড়ানো এবং প্রতিরক্ষা সামর্থ্যের উন্নয়ন ঘটাতে কাজ করব আমরা। এক্ষেত্রে জর্জিয়া, ইউক্রেন ও তিউনিশিয়ার সঙ্গে একসাথে কাজ করার কথা বলেন ন্যাটো মহাসচিব।