প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত আন্দামান। যার জেরে হ্যাভলক দ্বীপে আটকে পড়েছেন কমপক্ষে ৮০০ জন পর্যটক। আটকে পড়া পর্যটকদের উদ্ধার করতে ভারতীয় নৌসেনার সাহায্য চেয়েছে আন্দামান প্রশাসন। স্থানীয় প্রশাসনের সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তার পরই হ্যাভলক দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছে নৌসেনা।
গত তিন দিন ধরে নাগাড়ে বৃষ্টি হচ্ছে আন্দামানে। দক্ষিণ আন্দামান সাগর ও বঙ্গোপসাগরের মাঝে তৈরি হওয়া গভীর নিম্নচাপের ফলেই মুষলধারায় বৃষ্টি হচ্ছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টা ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ইতোমধ্যেই ত্রাণ সামগ্রী নিয়ে ৪টি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ হ্যাভলকের দিকে রওনা দিয়েছেষ আইএনএস বিত্রা, বঙ্গারাম, কুম্ভীর আর এলসিইউ ৩৮ নামিয়েছে নৌবাহিনী।