g বিবিসি
ব্রাজিলের শাপেকোয়েন্স ফুটবল দলের বিমান দুর্ঘটনায় জড়িত লামিয়া এয়ারলাইন প্রধানকে গ্রেফতার করেছে বলিভিয়া কর্তৃপক্ষ। গত সপ্তাহে কলম্বিয়ায় ঐ বিমান দুর্ঘটনায় ৭১ জন নিহত হয়। বিমান বাহিনীর অপসরপ্রাপ্ত জেনারেল গুস্তাভো ভারগাসকেও তদন্তের স্বার্থে আটক করা হয়েছে। বলিভিয়া অফিস বলছে, ‘বিমানের পাইলটকে যাত্রার শুরুতে সতর্ক করা হয়েছিল। একটি অডিও রেকর্ড থেকে জানা যায়, বিমানটির বৈদ্যুতিক গোলযোগ এবং জ্বালানি ফুরিয়ে যাওয়ার কারণেই দুর্ঘটনা ঘটে। শাপেকোয়েন্স দলটি এথলেটিকো ন্যাশনাল দলের বিপক্ষে সুদাআমেরিকা কাপের ফাইনাল ম্যাচ খেলতে মেডেলিন শহরে যাচ্ছিল।