অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদি বসতি নির্মাণের বিরোধিতা করে জাতিসংঘের প্রস্তাবের নিন্দা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টার্নবুল। গতকাল বুধবার টার্নবুল ইসারাইলের নিশ্ছিদ্র নিরাপত্তার কথা বলেন।
নেতানিয়াহু প্রথম ইসরাইলের প্রধানমন্ত্রী যিনি অস্ট্রেলিয়া সফর করছেন। টার্নবুল নেতানিয়াহুকে স্বাগত জানিয়ে দুটি পৃথক স্বাধীন রাষ্ট্র সৃষ্টির মাধ্যমে ফিলিস্তিন সঙ্কট সমাধানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদি বসতি নির্মাণ করতে নিরাপত্তা পরিষদের প্রস্তাব সমর্থন করে না অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতা ছাড়ার আগ দিয়ে জাতিসংঘে এ প্রস্তাব পাস করে। সাধারণত এ ধরনের প্রস্তাবে ভেটো দেয় যুক্তরাষ্ট্র কিন্তু এবার ভেটো দেয়নি দেশটি। নেতানিয়াহু বলেন, অস্ট্রেলিয়া একাধিকবার জাতিসংঘের এই ভণ্ডামির বিরোধিতা করেছে। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর টার্নবুল বলেন, জাতিসংঘের একচোখা কর্মকাণ্ডের বিরোধিতার জন্য অস্ট্রেলিয়ার মতো দেশ আছে। পশ্চিম উপকূল, গাজা, ও পূর্ব জেরুজালেমের ১৯৬৭ সালে দখল করা ভূখণ্ডে বসতি নির্মাণের নীতি ইসরাইলের অনেক আগের। বেশিরভাগ দেশই ইসরাইলের এই ধরনের কর্মকাণ্ডকে অবৈধ বলে বিবেচনা করে। তবে ইসরাইল এই ভূখণ্ডের সঙ্গে ইহুদিদের ঐতিহাসিক সম্পর্কের যুক্তি তুলে ধরে।