g বিবিসি
অবশেষে থাইল্যান্ডে সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছে দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার। এই নির্বাচনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে ২০১৮ সালের নভেম্বর।
মঙ্গলবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের গভর্নমেন্ট হাউসে ‘ন্যাশনাল কাউন্সিল ফর পিস অ্যান্ড অর্ডারের’ প্রধান অর্থাত্ জান্তা সরকারের প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ওচা নির্বাচনের অনুষ্ঠানের ঘোষণা দেন। তবে তিনি নির্বাচনের নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি। প্রায়ুত বলেন, নভেম্বরের কত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা আগামী জুন মাসে জানানো হবে। সংবিধান পরিবর্তন, নিরাপত্তা ইস্যুসহ নানা অজুহাতে বারবার জাতীয় নির্বাচন দেওয়ার কথা বলেও গড়িমসি করছিল জান্তা সরকার। দেশটিতে সর্বশেষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১১ সালে।