g এনডিটিভি
পেট্রল ও ডিজেলের ওপর থেকে ৪ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) কমানোর সিদ্ধান্ত নিয়েছে গুজরাট সরকার। মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় এ ঘোষণা দেন। বিজয় রূপানি বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশেই গুজরাট সরকার ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ওইদিন মধ্যরাত থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলেও তিনি জানান।
কর কমানোর ফলে লিটার প্রতি পেট্রলের দাম ২.৯৩ রুপি এবং ডিজেলের দাম ২.৭২ রুপি কমবে। ফলে প্রতি লিটার পেট্রলের দাম হবে ৬৬.৫৩ রুপি এবং ডিজেলের দাম হবে ৬০.৭৭ রুপি। কর কমানোর কারণে রাজ্য সরকার প্রতিবছর ২৩১৬ কোটি রুপি কর হারাবে।
কিছুদিন আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলি সকল রাজ্য সরকারের কাছে পেট্রল ও ডিজেলের ওপর কর কমানোর অনুরোধ করেন। সম্প্রতি কেন্দ্রীয় সরকার পেট্রল ও ডিজেলের ওপর থেকে প্রতি লিটারে দুই রুপি আবগারি শুল্ক হ্রাস করেছে।