g এনডিটিভি
ভারতের উত্তরপ্রদেশে একটি চিনিকলের বিষাক্ত রাসায়নিকের কারণে পার্শ্ববর্তী একটি স্কুলের ৩শ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সরস্বতী শিশু মন্দিরের এই ছাত্র-ছাত্রীদের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা শ্বাসকষ্ট, পেটব্যথা, চোখ জ্বালাপোড়া, মাথা ঘুরানোতে ভুগছে।
প্রায় ২৫ জন ছাত্র-ছাত্রী গুরুতর অসুস্থ। জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, ১৫ জনকে মিরাতের হাসপাতালে পাঠানো হয়েছে। অভিভাবক এবং শিক্ষকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অভিভাবকরা জানান, স্কুলের পাশেই চিনিকলের বর্জ্য ফেলা হয়েছিল। কারখানার শ্রমিকরা এগুলো পোড়ানোর পর বিষাক্ত গ্যাস বের হয়। এঘটনার পর অভিভাবকরা বিক্ষোভ করেছে।