রয়টার্স
আফগান যুদ্ধে বাণিজ্যিক সামরিক প্রতিষ্ঠানের সম্পৃক্ত হওয়ার প্রস্তাব ক্ষুব্ধভাবে প্রত্যাখ্যান করেছে আফগান সরকার। আফগানিস্তানে প্রাইভেট মিলিটারি কন্ট্রাকটর ’ব্লাকওয়াটার’ এর তত্পরতার মুখে এই প্রতিক্রিয়া ব্যক্ত করল আফগান সরকার।
ব্লাকওয়াটার আফগানিস্তানের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ এবং উপদেশ দেওয়ার কাজ নিতে চাইছে। একবছর ধরে তারা এর জন্য তদবির করছে। আফগানিস্তানের বেশকিছু রাজনৈতিক নেতার সঙ্গে সাক্ষাত্ করেছেন ব্লাকওয়াটারের কর্ণধার এরিক প্রিন্স।
প্রেসিডেন্ট আশরাফ ঘানি এবং তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্লাকওয়াটারের প্রস্তাবকে ধ্বংসাত্মক বলেছেন। তারা বলেন, সন্ত্রাসবিরোধী লড়াইকে ব্যবসায় পরিণত হতে দেবে না আফগান জনগণ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস মাত্তিসও এই প্রস্তাবের বিরোধিতা করেছিলেন। আফগান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের বিকল্প চিন্তার ধারাবাহিকতায় আফগান যুদ্ধে বেসরকারি সামরিক প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করার প্রস্তাব আসে। এর প্রতিক্রিয়ায় আফগানিস্তানের একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেছিলেন, এরকম ঘটলে আমি তালেবানে যোগ দেব।