বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে সর্বদাই সমালোচনা ও নেতিবাচক মন্তব্য করতেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা। তবে এবার তিনি বাংলাদেশ দলের পারফর্মেন্সে বেজায় খুশি। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অদম্য মনোভাব ও লড়াইয়ে মুগ্ধ।
গতকাল এশিয়া কাপের ফাইনাল ম্যাচ শেষে রমিজ রাজা বলেন, এবারের এশিয়া কাপের সেরা অধিনায়ক মাশরাফি।
'আমি এটা বললাম কারণ মাশরাফির কাছে সাকিব আল হাসান ছিল না, তামিম ইকবাল ছিল না। তার কাছে ছিল অর্ধেক শক্তির দল, টুর্নামেন্টে তাদের ওপেনিং জুটি ছিল মাত্র ১৬ রানের। কিন্তু তারপরও তিনি এ দলকে টেনে এতদূর নিয়ে এসেছেন। ফাইনাল খেলেছেন, ভারতের সঙ্গে সমান লড়াই করে দেখিয়ে দিয়েছেন,' বলেন তিনি।

ছবি : মাশরাফি বিন মর্তুজা
এছাড়াও রমিজ রাজা এবারের এশিয়া কাপের ফাইনাল ম্যাচের প্রশংসা করে বলেন, ফাইনাল ম্যাচ হলে এমন ম্যাচই হওয়া দরকার। ম্যাচের শেষ বল পর্যন্ত লড়াই হয়েছে।
ইত্তেফাক/এসআর